অদ্য ৩০/১০/২০২৪ খি পদ্মা কনফারেন্স হল এ কর অঞ্চল রাজশাহীর আওতাধীন সকল জেলার আয়কর আইনজীবী দের সাথে e- Return বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মো: আবু সাইদ সোহেল। এছাড়া আয়কর বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ-১ জনাব মোহাম্মদ শাহ আলম, পরিদর্শী রেঞ্জ-২ জনাব মো: জসীমুদ্দিন আহম্মেদ, পরিদর্শী রেঞ্জ-৩ জনাব মো: মোশাররফ হোসেন এবং পরিদর্শী রেঞ্জ-৪ জনাব মো: আবুল কালাম আজাদ, সদর দপ্তর(প্রশাসন) সহকারী কর কমিশনার মো: শিহাব উদ্দিন আহমেদ।
সভার শুরুতে অনলাইন রিটার্ন এর গুরুত্ব ও সহজবোধ্যতা সম্পর্কে আলোকপাত করে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অতিরিক্ত কর কমিশনার জনাব মো: শাহ আলম মহোদয়। ই রিটার্ন রেজিস্ট্রেশন, ই-রিটার্ন প্রস্ততকরন, অফলাইন সাবমিশনের জন্য প্রিন্ট গ্রহন, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ, প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ ডাউনলোড, প্রিন্টসহ অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন সহকারী কর কমিশনার মোঃ শিহাব উদ্দিন আহমেদ। কর কমিশনার মহোদয় আয়কর আইনজীবী দের মতামত শোনেন ও সংশ্লিষ্ট জিজ্ঞাসা সমূহ উত্তর দেন। আইনজীবী দের হাতে e-Return সহায়িকা তুলে দেয়া হয়। আইনজীবীগণ কর কমিশনার মহোদয় এর এ ধরনের উদ্যোগ এর ভূয়সী প্রশংসা করেন এবং অনলাইনে রিটার্ন দাখিল এর প্রত্যয় ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস