Wellcome to National Portal

***"না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে কর অঞ্চল- রাজশাহীর সম্মানিত করদাতাগণ কে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইন দাখিলে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার জন্য "কর তথ্য ও সেবা কেন্দ্র" এ বিশেষ বুথ চালু করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ভিজিট করুন- etaxnbr.gov.bd । অনলাইন রিটার্ন দাখিলের ধাপ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://etaxnbr.gov.bd/#/user-manual। ***


***আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশনঃ

 

সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে দক্ষ, ন্যায়ানুগ, আধুনিক প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব রাজস্ব ব্যবস্থাপনা প্রতিষ্ঠা মাধ্যমে আয়কর আহরণ।

 

মিশনঃ 

 

  • প্রত্যক্ষ কর আরোপ ও আহরণ এবং এতদসংক্রান্ত আইন, বিধি-বিধান প্রণয়ন/ নবায়নে সহায়তা।
  • আয়কর আহরণে এই দপ্তরের কার্যক্রম পরিবীক্ষণ ও নিয়ন্ত্রণ।
  • কর-নীতি ও আইন প্রণয়ন প্রক্রিয়ায় সহায়তা প্রদান।
  • প্রত্যক্ষ করের ক্ষেত্রসমূহ চিহ্নিত করে আওতা ও পরিধি নির্ধারণ এবং স্বেচ্ছা প্রতিপালনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে করদাতার সংখ্যা বৃদ্ধি এবং রাজস্ব আহরণ বৃদ্ধি।
  • এই দপ্তরের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।
  • কর মামলাসমূহ নিষ্পত্তির মাধ্যমে বিরোধপূর্ণ রাজস্ব আদায়ে সহযোগিতা প্রদান
  • কর প্রদান পদ্ধতি সহজীকরণ এবং করদাতা-বান্ধব পরিবেশ তৈরি।