“না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে অদ্য ২৮/১০/২০২৪ খ্রি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর সেন্ট্রাল অডিটরিয়ামে কর অঞ্চল- রাজশাহীর আয়োজন এ ‘ই-রিটার্ন’ দাখিল বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রুয়েটের উপাযার্চ ড. এস এম আবদুর রাজ্জাক, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহ করেন। আয়কর বিভাগ কর অঞ্চল- রাজশাহীর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহ আলম, যুগ্ম কর কমিশনার মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ, উপকর কমিশনার মোঃ হাফিজুল ইসলাম এবং সহকারী কর কমিশনার মোঃ শিহাব উদ্দিন আহমেদ।
অনলাইনে রেজিস্ট্রেশন, ই-রিটার্ন প্রস্ততকরন, অফলাইন সাবমিশনের জন্য প্রিন্ট গ্রহন, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ, প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ ডাউনলোড, প্রিন্টসহ অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন সহকারী কর কমিশনার মোঃ শিহাব উদ্দিন আহমেদ। প্রশ্নোত্তর পর্বে আয়কর বিভাগের পক্ষে অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহ আলম করদাতাগণের বিভিন্ন জিজ্ঞাসা সম্পর্কে আলোকপাত করেন এবং করদাতা বান্ধব Faceless আয়কর বিভাগ গঠনে জাতীয় রাজস্ব বোর্ড এর অংগীকার ব্যক্ত করেন। গত বছর কর অঞ্চল রাজশাহী তে রিটার্ন দাখিলকারী ২ লক্ষ ২৫ হাজার করদাতাদের মধ্যে ৪৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন। এই বৎসরে এই সংখ্যা ১ লক্ষে উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। এ লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাজশাহী মেডিকেল কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিতভাবে উদ্ধুদ্ধকরন কর্মসূচী পরিচালনার বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মোঃ আবু সাইদ সোহেল। ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইন দাখিলে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার জন্য কর ভবনের নীচ তলায় "কর তথ্য ও সেবা কেন্দ্র" এ বিশেষ বুথ চালু করা হয়েছে বলে জানা যায় যা আগামী মাসে অনুষ্ঠিত আয়কর তথ্য সেবা মাস এও চালু থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস