Wellcome to National Portal

আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
Discussion with Department of Management, Rajshahi University about ITA-2023
Details

গত ২৬/০৯/২০২৩ ইং তারিখ রাজশাহী বিশ্ববিদ্যালয় এর ম্যানেজমেন্ট বিভাগ কর্তৃক আয়োজিত "আয়কর আইন-২০২৩, তত্ত্ব ও প্রয়োগ" বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় কর অঞ্চল রাজশাহী এর মান্যবর কর কমিশনার জনাব মোঃ শাহ আলী এর নেতৃত্বে অত্র কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ কর্মকর্তা বৃন্দ, সদর দপ্তর (প্রশাসন), সদর দপ্তর (প্রায়োগিক) অংশগ্রহন করেন। কর কমিশনার মহোদয় শিক্ষার্থী দের জিজ্ঞাসা গুরুত্ব সহকারে শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

Attachments
Publish Date
26/09/2023
Archieve Date
01/01/2070