Wellcome to National Portal

***"না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে কর অঞ্চল- রাজশাহীর সম্মানিত করদাতাগণ কে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইন দাখিলে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার জন্য "কর তথ্য ও সেবা কেন্দ্র" এ বিশেষ বুথ চালু করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ভিজিট করুন- etaxnbr.gov.bd । অনলাইন রিটার্ন দাখিলের ধাপ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://etaxnbr.gov.bd/#/user-manual। ***


***আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Our Activites
  1. BIP বাস্তবায়নের মাধ্যমে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন ;
  2. উচ্চ আদালতের পেন্ডিং মামলাসমূহ নিষ্পত্তি ও সংশ্লিষ্ট রাজস্ব আদায়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ;
  3. বিকল্প বিরোধ নিষ্পত্তির (ADR) মাধ্যমে রাজস্ব আদায় জোরদার করার পদক্ষেপ গ্রহণ ;
  4. বিভিন্ন Stakeholder দের সাথে সম্পর্ক উন্নয়ন এবং অংশীদারিত্ব বৃদ্ধি;
  5. স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে নিবিড় জরীপের মাধ্যমে করদাতা বৃদ্ধি ;
  6. সার্টিফিকেট মামলা সমূহ জেলা প্রশাসনের সহায়তায় দ্রুত নিষ্পত্তিকরণপূর্বক বকেয়া আয়কর আদায় বৃদ্ধি করা;
  7. অগ্রিম আয়কর আদায় নিশ্চিতকরণ ;
  8. আয়কর রিটার্ণের ভিত্তিতে ৭৪ ধারায় কর আদায় তদারকিকরণ ;
  9. চলতি ও বকেয়া দাবী হইতে আদায় ;
  10. সকল আয়কর মামলা নিষ্পন্নের কার্যক্রম গ্রহণ ;
  11. উৎসে কর আদায় কার্যক্রম তদারকিকরণ ;
  12. জরীপ কার্যক্রমের মাধ্যমে করনেটের সম্প্রসারণ ;

অর্থোডক্স/ডিজি ইন্সপেকশন প্রতিবেদন/সিএন্ডএজি’র আপত্তি নিষ্পত্তিকরণ;