Title
Charge receive of Taxes Zone Rajshahi.
Details
অদ্য ০৬/১০/২০২৪ খি রবিবার কর অঞ্চল রাজশাহীর দায়িত্বভার গ্রহন করেন মান্যবর কর কমিশনার জনাব মো: আবু সাইদ সোহেল স্যার। একই দিন পদ্মা কনফারেন্স হল এ কর অঞ্চল রাজশাহীর মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়। সভায় কমিশনার মহোদয় সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন পরিদর্শী রেঞ্জ-১ জনাব মোহাম্মদ শাহ আলম, পরিদর্শী রেঞ্জ-২ জনাব মো: জসীমুদ্দিন আহম্মেদ, পরিদর্শী রেঞ্জ-৩ জনাব মো: মোশাররফ হোসেন এবং পরিদর্শী রেঞ্জ-৪ জনাব মো: আবুল কালাম আজাদ সহ সার্কেল কর্মকর্তাগণ ও কর পরিদর্শকগণ।
সভায় সার্কেল কর্মকর্তাগণ
রাজস্ব আদায়ের সার্বিক পরিস্থিতি ও সার্কেল পরিচালনা সংশ্লিষ্ট পরিস্থিতি বর্ণনা করেন। রেঞ্জ মহোদয় গণ প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। কর কমিশনার মহোদয় শুদ্ধাচার চর্চা, রেজিস্ট্রার হালনাগাদ, নন-ফাইলার করদাতা শনাক্তকরণ, অনলাইন রিটার্ন দাখিল উদ্ধুদ্ধকরণ, উৎস কর মনিটরিং কার্যক্রম এবং কর আদায় কার্যক্রম জোরদারকরনে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।