Wellcome to National Portal

***"না দাঁড়িয়ে লাইনে, রিটার্ন দিন অনলাইনে" এই প্রতিপাদ্য কে সামনে রেখে কর অঞ্চল- রাজশাহীর সম্মানিত করদাতাগণ কে ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইন দাখিলে উৎসাহিত করা এবং প্রয়োজনীয় সকল সহযোগিতার জন্য "কর তথ্য ও সেবা কেন্দ্র" এ বিশেষ বুথ চালু করা হয়েছে। অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ভিজিট করুন- etaxnbr.gov.bd । অনলাইন রিটার্ন দাখিলের ধাপ সম্পর্কে জানতে ভিজিট করুন- https://etaxnbr.gov.bd/#/user-manual। ***


***আয়কর আইন, ২০২৩ এর ধারা ২৬৫(১) অনুসারে ব্যবসা প্রতিষ্ঠানে সহজে দৃষ্টিগোচর হয় এইরূপ কোনো স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত ধারা অমান্য করলে ধারা ২৬৫(২) অনুসারে সর্বনিম্ন ৫,০০০ টাকা থেকে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার বিধান রয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র প্রদর্শন সংক্রান্ত বিধানের পরিপালন নিয়মিত যাচাই করা হবে।***

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

How to go

From Rajshahi Railway Station and Shiroil Bus Stand, take a rickshaw or autobike via Railgate, Barnali More, Lakshmipur More, from C&B towards Rajshahi Judge Court, cross the Zoo and reach the kar Bhaban on the road in front of Helenabad Government Colony. Srerampur, Helabad, Rajspara, Rajshahi.