অদ্য ৩১/১০/২০২৪ খ্রি রাজশাহী বিশ্ববিদ্যালয় এর শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে কর অঞ্চল- রাজশাহীর আয়োজন এ ‘ই-রিটার্ন’ দাখিল বিষয়ক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাযার্চ প্রফেসর ড: সালেহ হাসান নকীব সহ প্রোভিসি, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি সহ সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহ করেন। আয়কর বিভাগ কর অঞ্চল- রাজশাহীর পক্ষে উপস্থিত ছিলেন অত্র কর অঞ্চলের মান্যবর কর কমিশনার জনাব মো: আবু সাইদ সোহেল, অতিরিক্ত কর কমিশনার মোঃ শাহ আলম, যুগ্ম কর কমিশনার মোঃ মোশাররফ হোসেন, যুগ্ম কর কমিশনার মোঃ আবুল কালাম আজাদ এবং সদর দপ্তর(প্রশাসন) সহকারী কর কমিশনার মোঃ শিহাব উদ্দিন আহমেদ।
উপাচার্য মহোদয় এ ধরনের আয়োজন এর জন্য কর অঞ্চল রাজশাহী কে ধন্যবাদ প্রদান করেন। কর কমিশনার মহোদয় Faceless আয়কর বিভাগ গঠনে জাতীয় রাজস্ব বোর্ড এর অংগীকার ব্যক্ত করেন।
অনলাইনে রেজিস্ট্রেশন, ই-রিটার্ন প্রস্ততকরন, অফলাইন সাবমিশনের জন্য প্রিন্ট গ্রহন, ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট ও ক্রেডিট কার্ড এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ, প্রাপ্তি স্বীকারপত্র ও আয়কর সনদ ডাউনলোড, প্রিন্টসহ অনলাইন রিটার্ন দাখিল পদ্ধতি প্রেজেন্টেশন আকারে উপস্থাপন করেন সহকারী কর কমিশনার মোঃ শিহাব উদ্দিন আহমেদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS